বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০৫:৪৬ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৩, ০৯:৩৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ট্রাকচাপায় সাব্বির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। আজ রবিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে সোনাকানিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রাম কর্মস্থলের দিকে যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় পৌঁছলে নন্দীগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত জানান, সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রাম যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় নন্দীগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক ওই মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়