সোনাতলায় জমি নিয়ে বিরোধে একব্যক্তি খুন, ২ জন আটক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৯:৫২ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৯:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইয়ের লোকদের হামলায় মো. তাহেরুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তাহেরুল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছাতাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, তাহেরুলের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘ দিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার তারা জমি মাপজোক করছিলেন মাপজোকের এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন  তাহেরুলের ওপর হামলা করে।

এতে তাহেরুল গুরুতর আহত হয়।  আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওসি সৈকত হাসান আরও জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়