গফরগাঁওয়ে ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৬:২১ বিকাল
আপডেট: মার্চ ১৬, ২০২৩, ০৬:২১ বিকাল
আমাদেরকে ফলো করুন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের সাদ্দাতা বিলের ধান ক্ষেত থেকে গত বুধবার রাতে হাফিজ উদ্দিন খাঁন ওরফে হাবিখান (৭০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পাগলা থানার পুলিশ। সে ওই এলাকার এবাদত খাঁর ছেলে।

জানা যায়, নিহত হাফিজ উদ্দিন খাঁন প্রতিদিনের মত বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে প্লাস্টিকের বস্তা সহ তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাদ্দাতা বিলে গরুর জন্য ঘাস কাটতে যায়। সন্ধ্যার দিকে বিলের উত্তর পাশে ময়েজ উদ্দিনের ধান ক্ষেতের আইলের উপর তাঁর লাশ দেখে এলাকাবাসী পাগলা থানা পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজ নাজনীন ও পাগলা থানার ওসি রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়