স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সপ্তপর্দী মার্কেটে আশিক (২৪) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ২-৩ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত আশিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি শহরের নাটাইপূর্বপাড়ার আব্দুল ওয়াজেদের ছেলে বগুড়ার সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: শাহিনুজ্জামান জানান, মোবাইল ফোন মেরামত করাকে কেন্দ্র করে তার দুই বন্ধু তাকে তার নিতম্বে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে তার অবস্থা শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হামলাকারিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।