জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০৯:০৯ রাত
আপডেট: মার্চ ১০, ২০২৩, ০৯:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালে ফুফাতো ভাইয়ের দায়ের কোপে মামাতো ভাই খুন হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০), আলী হোসেনসহ (২৬) পাঁচজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মামাতো ভাই আব্দুল খালিকের (৪০) ও ফুফাতো ভাই সুমন মিয়ার দুই শতক জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে একটি পারিবারিক সালিশ বসে। এ সময় সুমন দা দিয়ে খালিকের মাথায় আঘাত করেন।

গুরুতর অবস্থায় খালিককে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, দুই শতক জায়গা নিয়ে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন হয়েছেন। মরদেহ হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দাও জব্দ করা হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়