বিরলে লিচুতে বিরুপ প্রভাব আমের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: মার্চ ০৯, ২০২৩, ০৯:৫৬ রাত
আপডেট: মার্চ ০৯, ২০২৩, ০৯:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এবার আমের বাম্পার ফলন হবার অপার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিরুপ প্রভাব পড়েছে লিচুতে। লিচু খ্যাত এ উপজেলায় এবার লিচুর মুকুল তেমন নজরে আসছে না। তারপরেও লিচু গাছের পরিচর্চার বিন্দুমাত্র ঘাটতি রাখছে না বাগান মালিক ও ব্যবসায়ীরা।

জানা গেছে, উপজেলায় ২ হাজার ৫৫৮ হেক্টর জমিতে লিচু বাগান ও মাত্র ৫৫৩ হেক্টর জমিতে আম বাগান রয়েছে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফা হাসান ইমাম জানান, এবারের শীতে বৈরি আবহাওয়া থাকার কারণে লিচু গাছগুলোর তেমন মুকুল আসেনি। শীতকালীন ৩/৪ বার ঘন ঘন শৈতপ্রবাহ কুয়াশার কারণে লিচু গাছে এর বৈরি প্রভাব পড়েছে। এটাকে ফ্লাসিং বলা হয়। তবে ঠিকমত পরিচর্চা করা হলে আমরা অনেকটা ঘাটতি পুষিয়ে নিতে পারবো। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। প্রতিনিয়ত বাগান মালিক ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখছি এবং পরামর্শ দিয়ে আসছি। তবে এবার এ উপজেলার প্রতিটি বাগানে আমের ব্যপক মুকুল এসেছে। এতে করে আম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়