কাহালু উপজেলা বিএনপি’র সা. সম্পাদকসহ চারজন জেলহাজতে

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৩, ০৫:১১ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৯, ২০২৩, ০৫:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

কোর্ট রিপোর্টার : বগুড়ার কাহালু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আকন্দ ও সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান পলাশসহ চারজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামি হলেন উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান ও আব্দুল মোমিন।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে ওই আদালতের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাত ৯টায় ওই আসামিরাসহ অন্যরা কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারপিট ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেন আদালত।  

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়