ঠাকুরগাঁওয়ে গাঁজার গাছসহ গ্রেফতার ১

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৫:২০ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৫:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সদর উপজেলায় চন্ডিপুর এলাকায় একটি বাড়ি থেকে প্রায় ১৫ ফুট বিশাল আকারের গাঁজা গাছসহ আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানা পুলিশ জানায়, জলিলের বাড়িতে বিশাল আকৃতির গাঁজা গাছ রয়েছে এবং সে সেটিকে পরিচর্যা করে বড় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির পাশেই বিশাল আকৃতির গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের নুর হোসেনের ছেলে।

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, জলিল তার বাড়ির পাশে গাঁজা গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। গাঁজা গাছের একটির লম্বা ১৫ ফুট। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়