স্টাফ রিপোর্টার: বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে অল্পের জন্য হেরে গেলেন আলোচিত প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) ও বগুড়া-৬ সদর দুই আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি উপ-নির্বাচনে অংশ নেন।
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১৪ দলীয় জোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল) প্রতিকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম ১৯ হাজার ৫৭১ ভোট পেয়ে পরাজিত হন তার হারের ব্যবধান ৮৩৪ ভোট। বগুড়া-৪ আসনে বিজয়ী প্রার্থীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করলেও বগুড়া সদর আসনে তিনি কোন প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি। সর্বশেষ খবর অনুযায়ি তার এই আসনে জামানত হারানোর আশঙ্কা রয়েছে।
আমাদের কাহালু ও নন্দীগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, বগুড়া-৪ আসনে বাকি সাত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান ট্রাক প্রতিক নিয়ে ১০ হাজার ১৯৭, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল কুড়াল প্রতিক নিয়ে ১০ হাজার ৪৪২, জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল লাঙ্গল প্রতিক নিয়ে ৬ হাজার ৪৪৬, জাকের পার্টির আব্দুর রশিদ সরদার গোলাপ ফুল প্রতিক নিয়ে ৪ হাজর ৬৪, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী তাজ উদ্দিন মন্ডল ডাব প্রতিক নিয়ে ৩ হাজার ৫৬৭, গোলাম মোস্তফা দালান প্রতিক নিয়ে ২ হাজার ৩৯০ এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী কলার ছড়ি প্রতিক নিয়ে ৮৪৮ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, এই আসনে কাহালু উপজেলার ৬৩ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ১১ হাজার ৫৬৪ ভোট পেয়ে এগিয়ে থাকলেও নন্দীগ্রাম উপজেলার ৪৯টি কেন্দ্রে জাসদ’র এ কে এম রেজাউল করিম তানসেন ১১ হাজার ৩৬৫ ভোট পেয়ে জয়ের মালা তুলে নেন। নন্দীগ্রাম উপজেলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৮ হাজার ৭ ভোট। কাহালু উপজেলায় এ কে এম রেজাউল করিম তানসেন পেয়েছেন ৯ হাজার ৪০ ভোট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।