রাজশাহী প্রতিনিধি: মূল্য তালিকা না থাকা ও চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে রাজশাহীতে কয়েকটি ব্যবসার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। আজ বুধবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার আরডিএ মার্কেটের বাগদাদ স্টোরকে ১০ হাজার টাকা ও আরেকটি মুদি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, অভিযানের সময় মূল্য তালিকা না থাকা এবং দোকানে চিনি লুকিয়ে রাখার অভিযোগে দুই মুদি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অন্যান্য দোকানে মূল্য তালিকা ও পণ্যের সঠিক দাম নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।