বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ভূমিদস্যুরা খাস জমির মাটি কেটে সাবার করছে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রেলওয়ে ভেড়ামারা ব্রিজের পূর্ব পাশে ঘাঘট নদীর পাড়ে শশ্মানঘাট এলাকায় সরকারি খাস জমিতে প্রায় এক মাস ধরে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে ভূমিদস্যুদের।
এলাকাবাসী জানান, প্রতিদিন ১০ থেকে ১২টি ট্রাক্টর ভরাট করে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে চুক্তি ভিত্তিক দরে বিক্রি করছে একটি চক্র। এভাবে মাটি কেটে নিয়ে যাওয়ায় নদীর পাড় ও শ্মশানঘাট মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর দুই তীর হুমকির মুখে পড়েছে। বিরতিহীন, ট্রাক্টরের চলাচলের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অতিরিক্ত ধুলার কারণে রাস্তায় পথচারিদের চলাচলে সমস্যা হচ্ছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা কমিশনার (ভূমি) রেজাউল করিম জানান, খবর পেয়েছি এবং দ্রুত মাটি কাটা বন্ধের ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।