দিনাজপুরে ২ সহোদর শিশুর  বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৮:৫০ রাত
আপডেট: নভেম্বর ২৬, ২০২২, ০১:২৯ রাত
আমাদেরকে ফলো করুন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে সহোদর ২ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে বিরল থানা পুলিশ ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঐ ২ শিশুর লাশ উদ্ধার করে। নিহত ২ শিশু বিরল পৌরসভার শংকরপুর এলাকার আইসক্রিম বিক্রেতা শরিফুল ইসলামের ছেলে রিমন ও ইমরান। তাদের বয়স আনুমানিক ৫ ও ৭ বছর। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাইল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল। 

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়