প্রকাশিত:
নভেম্বর ২৪, ২০২২, ১০:২৪ রাত
আপডেট:
নভেম্বর ২৪, ২০২২, ১১:৪৫ রাত
ছবি: দৈনিক করতোয়া
আমাদেরকে ফলো করুন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় সাগর কুমার দাস (২৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শাজাহানপুর উপজেলার বিজোড়া হিন্দুপাড়ার শিশির কুমারের পুত্র।
আজ (২৪নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রণবাঘা বাঁশের ব্রিজ এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সার ভর্তি ট্রাকের খুলনা মেট্রো ট: ১১-১২৮২ পেছন পেছন কাভার্ডভ্যান যশোর ড: ১১-১০১৪ গুঁড় ও পান নিয়ে বগুড়ার পথে যাচ্ছিলো। পথিমধ্যে চলন্ত ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। কাভার্ডভ্যানে থাকা ব্যবসায়ী সাগর কুমারকে গুরুত্বর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক আটক করা হয়েছে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।