স্টাফ রিপোর্টার : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, গত কয়েকদিন হলো তিনি বুকে ব্যথাসহ চাপ অনুভব করছিলেন। বুধবার রাতে ব্যথা বেড়ে যাওয়ায় এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হওয়ায় আজ (২৪ নভেম্বর) ভোরে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নাজির আহমেদের তত্ত্বাবধানে সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।