নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৈশপ্রহরীর টর্চ লাইটের আঘাতে তার সহকর্মী মো. হোসেনের (৬০) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে আড়াইহাজারের উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মো. হোসেন আড়াইহাজারের আগুয়ানন্দী এলাকার মৃত মোহাম্মদ হাসিবের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ডিউটি চলাকালীন সময় হোসেনের সঙ্গে অন্য নাইটগার্ড আগুয়ানন্দী এলাকার হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তার টর্চ লাইটের আঘাতে মো. হোসেন আহত হয়। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।