কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে কথিত জীনের বাদশা চক্রের মূল হোতা মোঃ মেহের আলী (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে মেহের আলীকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, অভিযোগকারী বাদির বড় বোনের সংসার জীবনে সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করে সুফল না পাওয়ায় অজ্ঞাত পরিচয়ের মাধ্যমে মোবাইলে মেহেদী নামের কবিরাজের সাথে পরিচয় হয়। সে জ্বিনের বাদশা হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং জানায় জ্বিনের মাধ্যমে সে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।
পরবর্তীতে ভিকটিমের গর্ভধারণের বিষয়কে কেন্দ্র করে প্রতারণামূলকভাবে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে কৌশলে সে ভিকটিমের পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের জানায়, যে বাড়ির ভেতরে টাকার ড্যাগ (পাত্র) আছে, জ্বিনের মাধ্যমে তা উঠিয়ে দেবে। এমনিভাবে প্রতারণা করে আরও প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক।
অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার একটি টিম প্রাথমিক তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজেকে জ্বিনের বাদশা দাবি করা কবিরাজ মেহের আলীকে গ্রেফতার ও কয়েন, হরিনের চামড়ার টুকরো, মোবাইল ফোন, তাবিজ কবজ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।