ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নয়ন মিয়া (২২) নিহতের প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
নগরীর দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বেলা ১১টায় মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে অশ্বিনী কুমার হলের সমানে জেলা বিএনপি (দক্ষিণ) সভা শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।
মহানগর বিএনপির সভায় আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বক্তৃতা যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, আমিনুল ইসলাম আমিন, সদস্য আ.ন.ম. সাইফুল আহসান আজিম, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুল আলম পিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক কাজী সজিব ও সদস্য সচিব মো. ফয়সাল।
জেলা বিএনপির (দক্ষিণ) কর্মসূচীতে আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চালনায় বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান, জেলা যুবদলের (দক্ষিণ) সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমিনুল ইসলাম লিপন, উজিরপুর বিএনপির সভাপতি আবদুল মান্নান খান, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, বাবুগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম প্রিন্স, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফাতেমা বেগম প্রমুখ।
দুই সভার বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ গুলি চালিয়ে নয়নকে হত্যা করেছে। এর আগে আরও পাঁচ নেতাকে হত্যা করলে তার বিচার করেনি সরকার। তাই অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের সব দাবি আদায় করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।