সুজানগর (পাবন) প্রতিনিধি : পাবনার সুজানগরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, এসআই রনি সাহা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মশিউর রহমান খান, শাহীন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী আসন্ন দুর্গাপূজায় প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।