ফুলবাড়ীতে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:২৫ রাত
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ও কিশামত শিমুলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে বাজাজ কোম্পানির ওই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার আইজুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও কিসামত শিমুলবাড়ি গ্রামের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর হোসেনের ছেলে মিজানুর রহমানকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত চন্দ্র রায় ও সহকারি পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজার নেতৃত্বে ডিবি পুলিশকে নিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ও কিশামত শিমুলবাড়ী গ্রামে অভিযান চালানো হয়। চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর পরিবর্তন করে ব্যবসা চালিয়ে আসার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে এসময় ওই দু’জনের কাছ থেকে তিনটি ১৫০ সিসি বাজাজ পালসার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকভার ও একটি ১০০ সিসি বাজাজ ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়