নাটোর প্রতিনিধি : জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে দুপুরে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
মিছিলটি হাফরাস্তা এলাকা ঘুরে বিদ্যুৎ অফিসের সামনে দিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা এসময় সরকারের বিরুদ্ধে নানা ব্যর্থতার অভিযোগ এনে অবিলম্বে পদত্যাগের দাবি জানান নেতা কর্মিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।