গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি: ঋণের বোঝা সইতে না পেরে নাটোরের বড়াইগ্রামে নিজের গলায় বটি চালিয়ে আত্নহত্যা করেছে সোহেলা রানা(৩৫) নামে এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া নতুন বাজারের নিজ বাড়িতে নিজ সয়ন কক্ষে সবার অগোচরে নিজের গলায় বটি চালায় সে। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানায় বনপাড়া বাজারের মোবাইল ব্যবসায়ী সোহেল রানা ৩০ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক বিপর্যয়ের মধ্যে ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।