চাটখিল-সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়িতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ৩ কিশোর গ্যাং কে গত মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার নদনো ইউনিয়নের কালুয়াই গ্রামের ফাহাদ হোসেন (১৯), নাহিদ (১৯), আজিম (২০)। এসময় গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে। জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম সোনাইমুিড় থানায় গত মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
সোনাইমুড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্বে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাদেরকে গতকাল বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।