শেরপুর প্রতিনিধি: শেরপুর সদরে জমি নিয়ে বিরোধে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম শাহজাহান মিয়া(৬০) বাড়ি নলবাইদ সোনালীবন্দর গ্রামে।
শেরপুর সদর থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া এসব তথ্য জানান।
পরিবারের বরাতে পুলিশ জানায়, কৃষক শাহজাহানের সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে প্রতিবেশী হানিফ মিয়ার ছেলে মামুনের বিরোধ চলছিল। এর জেরে সকালে ওই জমিতে কৃষক শাহজাহান আলী জমি চাষ দিতে গেলে প্রতিপক্ষের মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের আরও লোকজন শাহজাহানকে প্রথমে বাধা দেয়। পরে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।
এ বিষয়ে নিহতের ছেলে কাজল বলেন, ‘আমার বাবারে মামুনরা মাইরা ফালাইছে। আমি আমার বাবার খুনের ফাঁসি চাই।’
নিহতের স্ত্রী ছফুরা বেগম বলেন, ‘আমরা ওই জমি চাষ করতে গেলে মামুনরা সবাই মিইলা আমার স্বামীরে পিডাইয়া মাইরা ফালাইছে। আমি তাদের শাস্তি চাই।’
পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।