হিলি চেকপোস্টে ভারতীয় যাত্রীর কাছে ৫ লাখ টাকা জব্দ

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ০৯:৪৬ রাত
আপডেট: জুলাই ২৩, ২০২২, ০৯:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি ইমগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে এক ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রীর নিকট থেকে ৫ লাখ টাকা জব্দ করেছেন হিলি কাস্টমস।

শনিবার (২৩ জুলাই) দুপুর ১ টায় ভারতীয় পাসপোর্টধারী যাত্রী মিথুন সরকারের দেহ তল্লাশি করে এসব টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুপুরে মিথুন সরকার নামের একজন পাসপোর্ট যাত্রী হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। ঐ যাত্রীর ব্যাগ এবং সন্দেহ মুলক তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ৫ লাখ টাকা পাওয়া যায়। জব্দকৃত টাকাগুলো হিলি শুল্ক গুদামে জমা প্রদান করা হবে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়