গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে শাহনাজ বেগম (৫৫) নামের এক বিধবা নারীকে পূর্ব শত্রুতারে জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিজের জীবন নিয়ে দুশ্চিন্তায় পরেছেন তিনি। শাহনাজ বেগম উপজেলা পৌর সদরের নারায়নপুর মহল্লার মৃত মহসিন আলীর স্ত্রী।
ভুক্তভোগী শাহনাজ বেগম জানান, ২০১৩ সালে তার স্বামী মৃত্যু বরণ করেছেন। প্রতিবেশি করিম ও সালামের কাছ থেকে তার স্বামী প্রায় সাড়ে ৮ শতক জমি ক্রয় করেন। করিম ও সালাম নিজেরাই সেই জমি মেপে বুঝিয়ে দেয় তাদের কাছে। জমি বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরে ভোগ দখল করতে দেয়না। এমনকি ২০১৩ সালে তাকে ও তার স্বামীকে রাস্তায় মারধর করে। মারধরের অভিযোগে তাদের নামে মামলা করা হয়। পরে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়। এ কারণে তার স্বামী মামলা তুলে নেয়। তাদের নির্যাতন সইতে না পেরে ২০১৩ সালে তার স্বামী মহসিন আলী মৃত্যু বরণ করেন। তার সংসারে তিন ছেলে রয়েছে।
চাকুরীজিবি হওয়ার কারণে তিন ছেলেই বাহিরে কর্মস্থলে থাকেন। এ কারণে বাসায় তিনি একাই বসবাস করেন। এই সুযোগে প্রতিবেশি করিম ও সালামসহ তাদের সহপাঠিরা দিনে-রাতে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং ক্রয়কৃত জমি ভোগ দখল করতে দিচ্ছেন না। তাই তিনি নিজের জীবন নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ও প্রশাসনের নিকট সঠিক বিচার দাবি জানিয়েছেন এবং স্বাভাবিক জীবন যাপন করার আকুল আবেদন জানিয়েছেন।
অভিযুক্ত করিমের ব্যবহৃত মুঠোফনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।