সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল ইসলাম (২৯) নামে এক ভ্যান চালককে বেদম মারপিট করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার তেলিগ্রাম বাজারে।
জানা যায়, গত সোমবার রাতে নুরুল ইসলাম বাজারে এলে পূর্ব পরিকল্পনা মোতাবেক প্রতিপক্ষ শামিম, আরিফুল ও আলমের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।