শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দুইদিন পর নওফেল (১২) নামে এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা হাটপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে এবং দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলা খরনা ইউনিয়নের দাড়িগাছা এলাকার একটি ঘাসক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানিয়েছেন, দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় নওফেল। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলেও তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।