বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের কার্যালয়ে ঢুকে এ উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সমর বিজয় চাকমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার।
ওসি অনোয়ার বলেন, তিন চারজনের একটি দল মোটরসাইকেলে এসে মেম্বার সমরকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। মরদেহটি থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে।