আশুলিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় এক শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমানকে (৩৪) আটক করেছে পুলিশ। ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।গত সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকার দিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।আটক মাসুদুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকার দিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রায় দুই বছর ধরে শিক্ষকতা করছিলেন।
ভুক্তভোগীর মা বলেন, তারা পোশাক কারখানায় চাকরি করার সুবাদে ছেলেকে দুই বছর ধরে মাদ্রাসার আবাসিকে রেখে লেখাপড়া করানো হচ্ছিল। কিন্তু মাদ্রাসার শিক্ষক এমন হবে কখনও ভাবেননি তিনি। এ ধরনের শিক্ষকের জন্য সন্তানকে কেউ মাদ্রাসায় পড়াবে না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ভুক্তভোগীর মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই মাদ্রাসার আবাসিকে রেখে পোশাক শ্রমিক তার সন্তানকে লেখাপড়া করাচ্ছিলেন। প্রতি সপ্তাহের ন্যায় ২১ ফেরুয়ারি ছেলেকে দেখতে যান ভুক্তভোগীর মা। এ সময় শিশু শিক্ষার্থী কেঁদে কেঁদে তার মাকে মাদ্রাসায় পড়বে না বলে জানায়। পরে ঘটনা শুনে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করলে ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসা শিক্ষকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।