ফেনসিডিলসহ মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গ্রেফতার

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক রঞ্জুকে (৫৭) ১৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জয়পুরহাট সদরের পুরানপৈল এলাকায় তার কাছে থাকা ওই পরিমাণ ফেনসিডিল ও নগদ ২০হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে। এনামুল হক রঞ্জু শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের মৃত ইউনুস আলী ফকিরের ছেলে। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে পরদিন সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।