থানচিতে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৩

বান্দরবানের থানচি উপজেলার তিন কিলোমিটার নামক স্থানে পিকআপ ভ্যান খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে থানচি বাজার থেকে মালামাল বোঝাই করে লিক্ষি সড়কের তিন কিলোমিটার স্থানে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেলে গাড়িতে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও পাঁচ শ্রমিক।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।