সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলার মালেবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সোনাগাজী-কাশ্মীরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তামান্না সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পাণ্ডব বাড়ীর জসিম উদ্দিনের মেয়ে।
জানা গেছে, ওই সড়কের সামনে সিএনজিচালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রী তামান্না গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন।