ঘরে ঢুকে স্ত্রী দেখলেন আঁড়ায় ঝুলছে তার স্বামী

খাগড়াছড়ির পানছড়িতে গলায় ফাঁস দিয়ে কাজল খন্দকার (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তিনি উপজেলার হাসান নগর গ্রামের আবু সুফি খন্দকারের ছেলে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার দুই সংসারে ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
জানা যায়, নিজ ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় ঝুলে থাকতে দেখে তার স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, এ ব্যাপারে অত্র থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।