ধামরাইয়ে শুধু ট্রেড লাইসেন্সে চলছে আরবিসি অবৈধ ইটভাটা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের বড় নারায়নপুর এলাকায় মেসার্স আরবিসি ব্রিকস নামের দুইটি অবৈধ ইটেরভাটা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ট্রেড লাইসেন্স দিয়েই চলছে অবাধে। যেন দেখার কেউ নেই। দেখছেন শুধু ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাগলা আবুল হোসেন চেয়ারম্যান।সরেজমিন গিয়ে দেখা যায়, ফিটনেসবিহীন চুল্লির উচ্চতা মাত্র ৩৫ ফুট। ওই ইটভাটার চুল্লি দিয়ে প্রতিনিয়ত ধূয়া বের হচ্ছে। সেই ধূয়া পথচারীসহ ওই এলাকার শিশু কিশোর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরবিসি অবৈধ ইটভাটার মালিক আলমগীর হোসেন বলেন, ইটেরভাটার অবস্থা ভাল না, ভয়ে আছি কখন কি হয়। বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। এ ব্যাপারে ওই এলাকার ইউপি চেয়ারম্যান পাগলা আবুল হোসেন বলেন, আওয়ামী লীগ করি একটু সুবিধা তো নেবই। এগুলা আমার নেতৃত্বে চলে প্রশাসন আমি দেখব। সামনে নির্বাচন এলাকার ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে।পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোশাব্বের হোসেন রাজিব বলেন, শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ট্রেড লাইসেন্স দিয়ে ইটভাটা পরিচালিত হলে সেই ভাটাটি অবৈধ বলে গণ্য হবে। শীগ্রই অবৈধ ইটের ভাটায় আবারও অভিযান পরিচালিত হবে।