কালিয়াকৈরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং শীতবস্ত্র বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলার মৌচাকে অবস্থিত মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে গতকাল বুধবার সকালে সেনাবাহিনী সাভার এরিয়ার ৪৫ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে গরিব অসহায় দুস্থদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মেজর জেনারেল মাহবুবুর রহমান, এফসিপিএস লেঃ কর্নেল ফখরুল আলম, বিএসপি এমপিএইচ অধিনায়ক ১১ ফিল্ড আম্বুলেন্স লেঃ কর্নেল মহিব্বুল হাসান, পিএসসি জি অধিনায়ক ৪৫ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি এবং ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।