ভিডিও বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

বগুড়ার শেরপুরে দোকান ও গ্যারেজে আগুন

বগুড়ার শেরপুরে দোকান ও গ্যারেজে আগুন, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দোকান ও গ্যারেজে আগুন লেগে চারটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ পুড়ে গেছে দোকানের সব মালপত্র। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১টার দিকে মহিপুর বাড়ইপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১টার দিকে সাইফুল ইসলাম গ্যারেজ ও দোকান বন্ধ করে দুপুরের খাবারের জন্য বাড়িতে যান। এর কিছুক্ষণ পর বিকট শব্দ হয়ে গ্যারেজের ভিতরে আগুন লাগে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

সাইফুল ইসলাম জানান, তার দোকানে টায়ার, ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জার, সিট কভারসহ যাবতীয় যন্ত্রাংশ বিক্রি হতো। গ্যারেজের মধ্যে চারটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিল। এতে করে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, আগুনে দোকানের মালামাল ও গ্যারেজে থাকা চারটি ব্যাটারিচালিত ইজিবাইক পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শমী কায়সার গ্রেফতার

ভোট দিলেন ট্রাম্প; জয়ের বিষয়ে খুবই আত্মবিশ্বাসী

সাংবাদিকরা দেশের পিলার ও সংবাদ সমাজের আয়না : রংপুরে নবাগত বিভাগীয় কমিশনার

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার

নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ কিশোর চালক নিখোঁজ