ভিডিও সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

পদ্মায় নিষেধাজ্ঞায় ইলিশ শিকার; ৬৭ হাজার মিটার জাল ধ্বংস

পদ্মায় নিষেধাজ্ঞায় ইলিশ শিকার; ৬৭ হাজার মিটার জাল ধ্বংস

নিউজ ডেস্ক:  মাদারীপুর জেলার শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।  এছাড়া এসময় ৬৭ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত চলে এ অভিযান।  

উপজেলা মৎস্য অফিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে অভিযান শুরু হয়। পদ্মানদীর বিভিন্ন স্থানে জেলেদের পেতে রাখা ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া মাছ ধরতে থাকা অবস্থায় আটক করা হয় ছয় জেলেকে। এসময় জেলেদের নৌকা থেকে ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক ছয় জেলেকে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আরও পড়ুন

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখার চেষ্টা করছি। নদীতে একাধিক টিম অভিযান চালাচ্ছে। মৎস্য অফিস, উপজেলা প্রশাসন, পুলিশ, নৌপুলিশ এবং জেলা মৎস্য অফিসও পদ্মায় অভিযান চালাচ্ছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এসময় ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের সর্বোচ্চ দুই বছরের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের জীম্বংখালীতে বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ২০

ঝিনাইদহে দুই আলমসাধুর মখোমুখি সংঘর্ষে নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১

হিযবুত তাহরীর মাহফুজ আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দু’জন আলাদা ব্যক্তি

রাজধানীর বংশালে ফুলবাড়ীয়ায় ২৫টি ককটেল উদ্ধার