ছিনতাই হওয়া টাকা উদ্ধার

প্রকাশিত: মার্চ ০৯, ২০২৩, ০৫:৫৪ বিকাল
আপডেট: মার্চ ১০, ২০২৩, ০২:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

উত্তরার তুরাগ এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটা দিকে বেসরকারি ব্যাংক ডাচ বাংলার গাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।  পুলিশ জানায়, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথের এটিএম মেশিনে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়