মশা নিধনে সিটি করপোরেশনের পক্ষ থেকে এমনই বিভিন্ন উদ্যোগ, ঝোপঝাড় পরিষ্কার, ওষুধ ছিটানো হয়। তবে দিনদিন ঢাকায় বাড়ছে মশার উপদ্রব। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন মানুষ। ডেঙ্গুর প্রকোপে প্রাণও হারাতে হচ্ছে।
এ অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এক বাসিন্দা মশার হাত থেকে বাঁচতে মেয়র আতিকুল ইসলামকে খোলা চিঠি দিয়েছেন। মশার উপদ্রবে অতিষ্ঠ দীপন দেওয়ান একজন গণমাধ্যম কর্মী।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিপন দেওয়ান মেয়র বরাবর ওই চিঠি লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। চিঠিতে তিনি নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মশার যন্ত্রণা, মশা নিধন না হলে প্রাণহানির আশঙ্কার কথা তুলে ধরেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।