মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরি প্রতি ২ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। এতে নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গ্রাহককে গুনতে হবে ৯৩ হাজার ৪২৯ টাকা।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়।
বাজুস জানায়, ভালো মানের (২২ ক্যারেট) সোনা ভরি প্রতি ২ হাজার ৬৮৩ টাকা বেড়েছে। এতে প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা। আগে দাম ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।