স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : মুন্সিগঞ্জে সমাবেশে পুলিশের গুলিতে যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনসহ সারাদেশে দলের নেতা-কর্মীদের হত্যা ও কর্মসূচিতে হামলা এবং জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে সাতটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ব্যাংক পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদুল কবির জাহিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।