ঢাকা: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর গর্ভবতী জুলেখা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিরাজুলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বুধবার (২২ জুন) দিনগত রাতে নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকা থেকে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকা সিরাজুলকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক জানান, মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর গর্ভবতী জুলেখা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক ছিলেন।
বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১২ টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।