ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ রাত

সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

ছবি: সংগৃহীত, সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে অতীতের একটি ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তারেক রহমান বলেন, পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত এক মিছিলের সময় ভিড়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তিনি রুমি সাহেবের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। বহুদিন ধরে যোগাযোগের চেষ্টা করেও না পারায়, সুযোগ পেয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চান।

খালেদা জিয়ার অবস্থার প্রসঙ্গ

তারেক রহমান জানান, বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দৃঢ় থাকেন। অনুষ্ঠান শেষে তার মানসিক অবস্থার উন্নতি দেখা গেলেও শারীরিক সমস্যা বাড়ে। এই উদাহরণ দিয়ে তিনি বলেন, জিয়া পরিবারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক কতটা গভীর তা বোঝাতে এই ঘটনাই যথেষ্ট।

আরও পড়ুন

তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী সময় বিএনপি ও জিয়া পরিবার সম্পর্কে সামরিক বাহিনীর মধ্যে ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা হয়েছিল, যা বিভাজন তৈরির উদ্দেশ্যে করা হয়। তিনি আশা প্রকাশ করেন, তার ব্যক্তিগত ব্যাখ্যা ও আজকের আলোচনার মাধ্যমে সেই ভুল ধারণা এখন পরিষ্কার হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, কর্ণেল (অব.) হারুনুর রশিদসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

বিপিএলে আসছেন পাকিস্তান ও ভারতীয় উপস্থাপক

জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: আতিকুর রহমান

কবিরপুরে পূর্ণাঙ্গ ফিল্ম সিটির প্রস্তাব দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম | Daily Karatoa

এফডিসি ঘুরে দেখলেন উপদেষ্টা মাহফুজ আলম | Advisor Mahfuz | FDC | Daily Karatoa