সোয়া কোটি টাকা চাঁদা দাবি
বগুড়ায় বিএনপি‘র এমপি প্রার্থী মোশারফের অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি
স্টাফ রিপোর্টার: বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোশারফ হোসেনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এস আই মো: মেহেদী হাসান জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোশারফ হোসেনের পক্ষে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাহালু উপজেলার নারহট্ট দোয়ানীপাড়ার মো: লুৎফর রহমানের ছেলে আব্দুল মোমিন গত সোমবার রাতে বগুড়া সদর থানায় ওই জিডি করেন।
ওই জিডিতে উল্লেখ্য করা হয়েছে, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন বগুড়ার একজন সুনামধন্য রাজনৈতিক নেতা। তিনি বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য। বগুড়া জেলাতে তার ব্যাপক সুনাম রয়েছে। তার সুনাম ক্ষুন্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি/ব্যক্তিবর্গ দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। এই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টা ৪৬ মিনিটে বগুড়া সদরের উপশহর এলাকায় তার নিজ বাসায় অবস্থানকালে তার নিজ নামে ব্যবহৃত মোবাইল নম্বরের হোয়াটস অ্যাপে অজ্ঞাতনামা বিদেশি +১(৯১৬)৪৭৭-৫৬৬২ নম্বর হতে হোয়াটস অ্যাপে মেসেজ প্রদানের মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করে। তাদের দাবিকৃত অনৈতিক সুবিধা প্রদান না করলে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিবর্গ এআই প্রযুক্তির মাধ্যমে তার বিভিন্ন অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে দিবে মর্মে হুমকি প্রদান করে।
আরও পড়ুনউল্লেখ্য, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মোশারফ হোসেন 'দৈনিক করতোয়া'কে বলেন, ‘নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে তাকে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে পড়েছে ষড়যন্ত্রকারীরা। তাই ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে তারা। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তার কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। তিনি আরও বলেন তাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে।
মন্তব্য করুন






_medium_1765278941.jpg)
