ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল

শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক

শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় পিস্তলসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন ফেরদৌস কবির সনি (২৬) নামে এক যুবক। একটি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে দাওয়াত না পাওয়ার জেরে তিনি গুলি করার চেষ্টা করলে এলাকাবাসি তাকে আটক করে।  সোমবার দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে ‘বেজোড়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল।

যুব সংঘের রুবেল হোসেন জানান, ‘দাওয়াত না পাওয়ায় ফেরদৌস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাউন্ড বক্স ভাংচুর শুরু করে। এ সময় উপস্থিত লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে সনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা সনিকে পিস্তলসহ আটক করে ও পিটুনি দেয়। সংবাদ পেয়ে কৈগাড়ি  পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পিস্তলসহ সনিকে আটক করে থানায় নিয়ে যান। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানান, পিস্তলসহ সনি নামের এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত পিস্তলটি খতিয়ে  দেখা হয়েছে।  সেটি একটি খেলনা পিস্তল ছিল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক

অধ্যাদেশ নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের জরুরী সংবাদ সম্মেলন

মানবাধিকার কমিশনে হবে ‘জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ’

বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেফতার

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষ শেষে সাইন্সল্যাবের সর্বশেষ চিত্র

বাড়ির মালিককে হুমকী ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে অশোভন আচরন