বগুড়ায় দুই কারারক্ষী বদলী
বাড়ির মালিককে হুমকী ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে অশোভন আচরন
স্টাফ রিপোর্টার: বকেয়া বাড়ি ভাড়া চাওয়ায় বাড়ির মালিককে হুমকী দেয়া এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে অশোভনীয় আচরণ করায় বগুড়া জেলা কারাগারের দুইজন কারারক্ষীকে বদলী করা হয়েছে।
কারারক্ষি রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলা কারাগার ও কারারক্ষী আব্দুল্লাহকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলী করা হয়েছে।
বগুড়া জেলা কারাগারের তত্বাবধায়ক ফারুক আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন। গত ৮ ডিসেম্বর অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলী করা হয়।
কারাগার সুত্রে জানাগেছে, কারারক্ষী আব্দুল্লাহ দেড় বছর ধরে বগুড়ায় কর্মরত। তিনি কারা এলাকার বাইরে ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযোগ রয়েছে, তিনি বাড়ি ভাড়া নিয়মিত পরিশোধ করতেন না। বকেয়া টাকা চাইলে বাড়ির মালিককে তিনি বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন।
আরও পড়ুনবাড়ির মালিক এবিষয়ে কারা তত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ করেন। এছাড়াও কারারক্ষী রফিকুল ইসলাম গত ৭ মাস ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত। তিনি বিভিন্ন সময় কারাগারে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে অশোভনীয় আচরন করতেন। বগুড়া জেলা কারাগারের তত্বাবধায়ক ফারুক আহম্মেদ বলেন, কারারক্ষি রফিকুল ইসলাম ও আব্দুল্লাহকে প্রশাসনিক কারনে বদলী করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1765278941.jpg)
_medium_1765277829.jpg)
_medium_1765277130.jpg)





