ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৬ দুপুর

সালাহকে রেখেই মিলানের বিমানে লিভারপুল

সালাহকে রেখেই মিলানের বিমানে লিভারপুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আজ স্যান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে সালাহর মাঠে নামা হচ্ছে না। গতকাল তাকে ছাড়াই মিলান গেছে লিভারপুল। সালাহ অবশ্য গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন। লিডসের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের পর দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারের পর গতকালই প্রথম দলের সঙ্গে মাঠে নামেন তিনি।

লিভারপুলের দুঃসময়ে মোহামেদ সালাহর এমন বিক্ষুব্ধ হয়ে ওঠাকে অনেকেই ভালো চোখে দেখছেন না। সাবেক ম্যানইউ তারকা ওয়েন রুনির মতে, সালাহর এই আচরণ আসলে ক্লাবের প্রতি তার অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। লিভারপুল কর্তৃপক্ষও এই ইস্যুতে কোচ আর্নে স্লটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। কোচকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে তারা। স্থানীয় সময় পৌনে ১২টায় রোলস রয়েস গাড়ি চালিয়ে লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে আসেন। তবে সাক্ষাৎকারে কোচের কড়া সমালোচনা করলেও অনুশীলনে সালাহকে কোনো রকম সমস্যা করা হয়নি। অন্যান্য দিনের মতোই অনুশীলনে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন সালাহ। 

ডমিনিক সাবোসলাই, ইব্রাহিম কোনাতে, হুগো একিতিকি, ম্যাক-এলিস্টারদের সঙ্গে বেশ হাসিঠাট্টা করতে দেখা যায় তাকে। তবে ইতালিগামী বিমানে ওঠা হয়নি সালাহর। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে গতকাল বিকেলে ইতালি গেছে লিভারপুল। চোটের কারণে কোডি গ্যাকপো, ফেদরিকো চিয়েসা ও ওয়াতারো এন্ডো দলের সঙ্গে ইতালি যাননি। 

আরও পড়ুন

গত শনিবার লিডসের বিপক্ষে মাঠে না নামানোয় ভীষণ ক্ষেপে যান সালাহ। মিসরীয় এ তারকা বলেন, তাকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহকে রেখেই মিলানের বিমানে লিভারপুল

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

ফার্নান্দেজের জোড়া গোলে বড় জয় ম্যানইউ’র

 বেগম রোকেয়া যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, আমরা তা আমলে আনতে পারিনি : প্রধান উপদেষ্টা

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি