ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

ফার্নান্দেজের জোড়া গোলে বড় জয় ম্যানইউ’র

ফার্নান্দেজের জোড়া গোলে বড় জয় ম্যানইউ’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল অ্যাসিস্টে উলভসের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দাপুটে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের ছয়ে উঠে এসেছে ক্লাবটি।

ইনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে যেকোনো প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম্যাচেই হারের তিক্ত অভিজ্ঞতা ছিল ক্লাবটির। দুই মাসের বেশি কোনো গোলও করতে পারেনি। উলভসের ডিফেন্সের ভুলেই প্রথম গোলের দেখা পায় ম্যানইউ। আন্দ্রের বল নিয়ে দেরি করার সুযোগ কাজে লাগিয়ে ক্যাসেমিরো পাস দেন মাথেউস কুনহার কাছে বল পাঠান। ফার্নাদেজকে বক্সের ভেতর পাস দিলেও তিনি প্রথমে পড়ে যান শরীরের ভারসাম্য হারিয়ে। উঠে দাঁড়িয়ে কোনোমতে বলে পা লাগিয়ে দলকে লিড এনে দেন ২৫ মিনিটে।

এরপর ইউনাইটেড লিড বাড়ানোর সুযোগ পায় আরও তিনটি। ব্রায়ান এমবেউমোর শট ঠেকিয়ে দেন জনস্টন। কুনহার শট গোললাইন থীকে ব্লক করে দেন টোটি গোমেস। এবং আমাদ দিয়ালো রিবাউন্ডটি বাইরে পাঠান। একাধিক সুযোগ নষ্ট করে বিরতির ঠিক আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে ইউনাইটেড। নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়ে গোল হজম করে ম্যানইউ। এটি ছিল উলভসের অক্টোবরের পর প্রথম লিগ গোল।

আরও পড়ুন

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করলেও ইউনাইটেড দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ফিরে আসে। ৫১তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে দালোত দারুণ পাস দেন এমবেউমোকে। সেটি ফাঁকা জালে পাঠালে ইউনাইটেডকে আবার লিড পায়। মেসন মাউন্ট ফার্নান্দেজের পাস ধরে ৬২ মিনিটে দুর্দান্ত ভলিতে গোল করেন এবং পরে অধিনায়ক ভিএআর প্রদত্ত ইয়েরসন মোসকেরার হ্যান্ডবলের পর পাওয়া পেনাল্টি থেকে ৮২ মিনিটে গোল করে ফার্নান্দেজ নিজের চমৎকার রাতটি সম্পূর্ণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্নান্দেজের জোড়া গোলে বড় জয় ম্যানইউ’র

 বেগম রোকেয়া যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, আমরা তা আমলে আনতে পারিনি : প্রধান উপদেষ্টা

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

মার্চেই চলবে পাবনা-ঢাকা ট্রেন, প্রশস্ত হচ্ছে আব্দুল হামিদ সড়ক