ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর

রংপুরের গঙ্গাচড়ায় রাস্তার ধারে পড়ে ছিল যুবকের মৃতদেহ

রংপুরের গঙ্গাচড়ায় রাস্তার ধারে পড়ে ছিল যুবকের মৃতদেহ, ছবি: দৈনিক করতোয়া

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুর্বৃত্তদের আঘাতে আখেরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়া এলাকার ডুব্বির পাড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত আখেরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে।  আখেরুল পেশায় দিনমজুর হলেও সর্বশেষ কেরানীগঞ্জের একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। প্রায় এক মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আখেরুল ইসলাম মালিপের বাজার থেকে আটা কিনে বাড়ি ফিরছিলেন। পথে কে বা কারা তার কপালের ডান পাশের ওপর দিকে আঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত আখেরুল ইসলামের ছোট ভাই আখতারুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় আমার ভাইয়ের মোবাইলে একাধিক ফোন আসে। ফোন ধরার পর তার কারও সঙ্গে তর্কাতর্কিও হয়। আখতারুলের অভিযোগ, ওই ফোনের সূত্র ধরেই আখেরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরে হত্যা করা হয়।

কান্নায় বিলাপ করছেন আখেরুলের স্ত্রী খাদিজা বেগম। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ‘মানুষটা বাজার গেলো। কইলো বাজার থাকি আইশোং। আর আসিল না। আল্লাহ কায় তাক মারিল। মোর সোনার চানগুলাক কায় দেখবে। কার কি ক্ষতি করিল কেন মানুষটাক ওমন করি মারিল।’

আরও পড়ুন

 পুলিশ জানায়, এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়। এসময় তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় রাস্তার ধারে পড়ে ছিল যুবকের মৃতদেহ

সালাম মুর্শেদীর বাড়ি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ 

অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান অর্থ উপদেষ্টার 

রায়েরবাজারে জুলাই শহীদদের তৃতীয় দিনে মরদেহ উত্তোলন চলছে

‘শান্তিচুক্তি’ ভঙ্গ, ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

বহু বছর অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হবে: তারেক রহমান