ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত

ঢাকায় আসছেন দিঠি

দিঠি আনোয়ার

অভি মঈনুদ্দীন ঃ নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবক দিঠি আনোয়ার পাঁচ মাসেরও বেশি সময় পর আগামী ১২ ডিসেম্বর দেশে ফিরছেন।

চলতি বছরের জুলাই মাসে দিঠি আনোয়ার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। তার দুই ছেলে যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজে পড়াশুনা করে। তাদের জন্যই মূলত বেশকিছুটা সময় হাতে নিয়ে দিঠি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দুই ছেলেকে যথেষ্ট সময় দিয়ে অবশেষে বছরের শেষপ্রান্তে তিনি ঢাকায় ফিরছেন। যুক্তরাষ্ট্রে থাকাবস্থায় দেশ, দেশের মানুষ, মিডিয়া অঙ্গন, মিডিয়া রিলেটেড মানুষদের ভীষণ মিস করেছেন দিঠি আনোয়ার। দেশে ফিরেই তিনি যথারীতি তার নিয়মিত কাজে ব্যস্ত হয়ে উঠবেন বলে জানান।

দেশে ফিরেই তিনি প্রথম গুরুত্ব দিবেন তার বাবা দেশের কিংবদন্তী গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে ইউটিউব চ্যানেলে প্রকাশে।

আরও পড়ুন

দিঠি বলেন,‘ আব্বুকে নিয়ে ইউটিউব চ্যানেলেটি প্রকাশের দিকে মনোযোগ দিবো। চ্যানেলে আব্বুর বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকার, আব্বুর লেখা গান, আব্বুকে নিয়ে নানান ধরনের অনুষ্ঠান, আব্বুকে নিয়ে বিভিন্ন জনের সাক্ষাৎকার’সহ নানান কিছু এই ইউটিউব চ্যানেলে স্থান পাবে। মূলকথা আমার আব্বুকে পরবর্তী প্রজন্মের কাছে বিষদভাবে তুলে ধরতেই এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করতে চাই। একজন সন্তান হিসেবে এটা আমার গুরু দায়িত্ব বলেই আমি মনেকরি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে, চলচ্চিত্রাঙ্গনে আব্বুর যে অবদান তা এই জাতি সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং আমার বিশ্বাস আগামীতেও প্রজন্মের পর প্রজন্ম তা মনে রাখবে।’

দিঠি জানান, ঢাকায় ফিরে তার বাবার লেখা অপ্রকাশিত কিছু মৌলিক গানের মিউজিক ভিডিওর কাজ করবেন। যে গানগুলোতে তিনি নিজে কন্ঠ দিয়েছেন, আবার তারসঙ্গে অপু আমানও কন্ঠ দিয়েছেন। ফিরে এসে দেশ টিভি, এনটিভি, এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন দিঠি। এর পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর গুলশানে তার বাসভবনে উইন্টার গার্ডেন পার্টির আয়োজন করবেন। তবে এবারের আয়োজনে হবে আরো বর্ণাঢ্য। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আমেরিকাতে যাওয়া আসা তার। মাঝে আমেরিকায় থাকার কারণে গানে তার দশ বছরের গ্যাপ ছিলো। ২০১৩ সালে গানের ভুবনে তার আবারো যাত্রা শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন দিঠি

কবরস্থান থেকে ৬ টি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, থাকছে শর্ত

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রবাসী নিবন্ধন ছাড়াল দুই লাখ ২৪ হাজার

১২টি সিনেমার প্রস্তাব ফেরালেন কুসুম